Legal Stuff

banner image

গুগল অ্যাডসেন্স - আপনার সাধারণ প্রশ্নগুলোর উত্তর সমূহ



গুগল অ্যাডসেন্স কি ? আপনার সাধারণ প্রশ্নগুলোর উত্তর

১।আমার সাইট বাংলা।অ্যাডসেন্স এপ্রুভ করা যাবে কিনা।অনেক বাংলা সাইটেওতো এ‌্যাডসেন্স দেখি।

উত্তর: সাধারণত Adsense বাংলা সাপোর্ট করে, তবে এক্ষেত্রে ভিজিটরের পরিমান অত্যন্ত গুরুত্বপূর্ণ৷ যেমনটা বড় বড় বাংলা নিউজ সাইয়ের ক্ষেত্রে লক্ষ্য করা যায়৷

২। অ্যাডসেন্স এপ্লাই করার পর এপ্রুভ না হলে কিছু দিন পর আবার সেই ই-মেইল ব্যবহার করে এপ্লাই করা যায়? (এটি গুরুত্বপূর্ণ প্রশ্ন)

উত্তর: হ্যা, একবার এপ্রুভ না হলে একই মেইল থেকে আবার এপ্লাই করা যায়, তবে অল্প সময়ের ব্যবধানে এপ্লাই করা একেবারেই অনুচিত৷এক্ষেত্রে অন্তত ৩ থেকে ৬ মাস অপেক্ষা করা উত্তম৷


৩। অ্যাডসেন্স একাউন্ট বাতিল হলে পরবর্তীতে আবার সেই সাইটের জন্য এপ্লাই করা যায়?

উত্তর: আমার জানা মতে পুনরায় এপ্লাই করা যায় না৷

৪। অনেক সাইট দেখছি। যাদের এলেক্সা আমার সাইটের চেয়েও খারাপ। তারা অ্যাডসেন্স পেল কি করে?


উত্তর: এলেক্সা রেং কখনোই Adsense এপ্রুভেশনের মানদন্ড হতে পারে না৷Adsense এপ্রুভেশনের ক্ষেত্রে গুগল সবচেয়ে গুরুত্বারোপ করে কোনো সাইটের কনটেন্টের উপর৷ যতো উন্নত মানের কনটেন্ট ততোই Adsense এপ্রুভেশন পাওয়ার সম্ভাবনা বাড়িয়ে দেয়৷

এক্ষেত্রে আপনি কনটেন্ট সংক্রান্ত পোস্টটি পড়তে পারেন
গুগল অ্যাডসেন্স - আপনার সাধারণ প্রশ্নগুলোর উত্তর সমূহ গুগল অ্যাডসেন্স - আপনার সাধারণ প্রশ্নগুলোর উত্তর সমূহ Reviewed by TheRocky on 1:36 PM Rating: 5

No comments:

Powered by Blogger.