Legal Stuff

banner image

গুগল অ্যাডসেন্স এর বিজ্ঞাপন ভিন্ন হয় কিভাবে?


গুগল অ্যাডসেন্স এর বিজ্ঞাপন বিশেষ কিছু পোগ্রামিং এর মাধ্যমে প্রদর্শন করা হয়, যাতেকরে এটি যে কোন সাইটকেই দেখতে আকর্ষীয় করে তুলে। তাছাড়া এটি কোন ওয়েবসাইটের লোড টাইমের উপরও কোন প্রভাব ফেলবে না। যখন কোন ভিজিটর ব্লগের কোন একটি পোষ্ট ভিজিট করে, তখন সাথে সাথে গুগল অ্যাডসেন্স ‍Scripts সমস্ত পোষ্টের কনটেন্ট স্ক্যান করে নেয় এবং কনটেন্টের সাথে মিল রেখে বিজ্ঞাপন প্রদর্শন করে। অধীকন্তু কোন্ দেশ হতে সাইট ভিজিট করা হচ্ছে সেটিও জেনে নিয়ে ঐ দেশ এবং এলাকা ভিত্তিকও বিজ্ঞাপন প্রদর্শন করে। যার দরুন দেখা যায় বাংলাদেশ থেকে ভিজিট করার পর গুগল অ্যাডসেন্স বাংলাদেশের সকল প্রকার বিজ্ঞাপন শো করছে। আপনি যখন কোন সাইট যুক্তরাষ্ট্র থেকে ভিজিট করবেন তখন গুগল অ্যাডসেন্স যুক্তরাষ্ট্রের বিভিন্ন ধরনের বিজ্ঞাপন দেখাবে।

উপরের বিশেষ গুনের কারনে গুগল অ্যাডসেন্স বিজ্ঞাপন দাতা এবং পাবলিশারদের মন জয় করে নিয়ে সাবার শীর্ষে অবস্থান করছে। কারণ এলাকা ভিত্তিক বিজ্ঞাপন শো করার কারনে বিজ্ঞাপন দাতাদের বিশেষ সুবিধা হয়। অন্যদিকে যারা ব্লগে বিজ্ঞাপন প্রদর্শন করেন তাদের সাইটে কোন প্রকার লোড টাইমের প্রভাব না করার কারনে তারাও পছন্দ করে। তাছাড়াও গুগল অ্যাডসেন্স হতে উপার্জিত টাকা বিশ্বস্তাতার সাথে পরিশোধ করার কারনে সকল ধরনের বিজ্ঞাপনী সংস্থার শীর্ষে রয়েছে। আপনিও ইচ্ছে করলে খুবই সহজে গুগল অ্যাডসেন্স থেকে টাকা উপার্জন করতে পারবেন।
গুগল অ্যাডসেন্স এর বিজ্ঞাপন ভিন্ন হয় কিভাবে? গুগল অ্যাডসেন্স এর বিজ্ঞাপন ভিন্ন হয় কিভাবে? Reviewed by TheRocky on 3:28 PM Rating: 5

No comments:

Powered by Blogger.